মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলাধীন বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(৫’ফেব্রুয়ারি)সকালে বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়ে সুপারিন্টেন্ডেন্ট হাফিজুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্যে বাহুকা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর এসএম মনোয়ার হোসেন বলেন, এই এলাকার ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করে তােলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবীন শিক্ষার্থীদের মনােযােগ দিয়ে পড়াশােনা করার আহ্বান জানিয়ে ২০২৪ সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,বাহুকা কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ফিরোজ মাহমুদের সঞ্চালনায় ম্যানেজিং কমিটির সদস্য গাজী আনোয়ার হোসেন,মোর্শেদা খাতুন কেয়া,সাইফুল ইসলাম,গোলাম রব্বানী চপল, আলহাজ্ব হাবিবুর রহমান,ইসহাক উদ্দিন মাষ্টার, শহিদুল ইসলাম,আশিক ইমরান সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।এ বছর বিদ্যালয়টির ১৫৭’জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।