মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
অনির্বাণ বাংলা এই শ্লোগানকে সামনে রেখে আয়োজনে চলনবিলে বিজয় টিভির ১২তম বর্ষপূতি পালিত হযেছে।
চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনির আয়োজনে।শুক্রবার সকালে তাড়াশ প্রেসক্লাবে দেশের বৃহত্তর জনপ্রিয় চ্যালেন বিজয় টিভির রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাড়াশ প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তাড়াশ রায়গঞ্জের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক মেহেরুল ইসলাম বাদল, প্রধান শিক্ষক আব্দুর ছালাম সাধারন সম্পাদক মোঃ শামিউল হক শামিম,স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলীরনি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুড়া বিনোদ ইউনিয়ন,যুবলীগের, সভাপতি.মোঃ জিয়াউর.রহমান.জিয়াআলোচনা, সভা শেষে প্রধান অতিথি.বিজয়.টিভির১২তমবর্ষে পদার্পন এর কেক কাটেন।এসময় চলনবিলের গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।