যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯ বোতল বিদেশি মদসহ আশানুর রহমান (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । সোমবার (১৮ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন যশোর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকার । গ্রেপ্তার আশানুর রহমান বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা । পুলিশ জানায়, বেনাপোল থানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল-পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর হতে ২৯ বোতল বিদেশী মদসহ মাদকব্যবসায়ী আশানুরকে গ্রেপ্তার করা হয় । জব্দকৃত মদের মূল্য আনুমানিক ৮৭ হাজার টাকা । যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে ।