বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামে মাদকসহ তরিকুল ইসলাম(৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা শাখা।
বুধবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাসা থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, মো. তরিকুল ইসলাম (৪২), পিতাঃ মো. বদর উদ্দিন, মাতাঃ মোছা. শাহানারা খাতুন, গ্রামঃ দক্ষিণ বারোপোতা, পুটখালী ইউনিয়ন, থানাঃ বেনাপোল পোর্ট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর শাখার দেয়া তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সাড়ে তিনটার দিকে পুটখালী ইউনিয়নে দক্ষিণ বারোপোতা গ্রামের তরিকুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
আসামী তরিকুল ইসলাম নিজ শয়ন কক্ষে অবস্থান করছিলেন এবং আলামত ভারতীয় অবৈধ ফেন্সিডিল ঘরের মধ্যে ছিলো।
এসময় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলামকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আসামী তরিকুল ইসলামের নামে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন