বেনাপোল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিমানে ৩৫০ ফেনসিডিল জব্দ
স্টাফ রিপোর্টারঃ
বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে অভিযান পরিচালনা করে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা শাখা।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে আসামী সুমাইয়া খাতুনের বাসা থেকে ৩৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আসামী সুমাইয়া খাতুন উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পলাতক আসামি হলেন, মোছা. সুমাইয়া খাতুন (২৪), স্বামীঃ মৃত শাহীন ধাবক, গ্রামঃ পুটখালী, থানাঃ বেনাপোল পোর্ট।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর শাখার দেয়া তথ্য মতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে পুটখালী গ্রামের মৃত শাহীন ধাবকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
আসামী সুমাইয়া খাতুনের নিজ শয়ন কক্ষে আলামত ভারতীয় অবৈধ ফেনসিডিল ছিলো।
এসময় অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং ঘটনাস্থলে আসামীর উপস্থিতি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আসামী সুমাইয়া খাতুনের নামে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন