মোঃ ফুজায়েল আহামেদ, সিলেট জেলা প্রতিনিধি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় সুরমা মার্কেট আইবিএর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ নযির আহমদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন, আলহাজ্ব আব্দুল করিম, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খান, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা সুলাইমান শাহী, মহানগর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রনি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মহানগরীর মুক্তিযুদ্ধ বিষয়ক মাঈন উদ্দিন, সহকারী দপ্তর সম্পাদক জাকির হোসেন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, যুব আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল, যুগ্ম সম্পাদক মাওলানা জাকির হোসেন, ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, কামাল আহমদ, আব্দুল জলিল, শাহীন মিয়া ও মোশাররফ খাদেম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বাংলাদেশের সব মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, সেটি আজকের এই দিন ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে আসছে বাঙ্গালি জাতির বিজয়।
বক্তরা আরো বলেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডে নাম জানিয়ে দেওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। পরিশেষে শহীদদের আত্বার মাগফেরা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।