নওগাঁর মান্দা উপজেলার ১০নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।সোমবার (৯ মার্চ) নূরুল্যাবাদ ইউনিয়নের ১০টি কেন্দ্রে এ ভোট গ্রহণ শুরু হয়। তবে এ ভোটে দলীয় কোন প্রতীক নেই।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০নং নূরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল বারী সাফি (টেবিল ফ্যান), চকউমেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জামায়াত নেতা জায়দুর রহমান (চশমা), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জোতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ স্বাধীন কৃষ্ণ রায় (ঘোড়া), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকবর আলী প্রামানিক (আনারস), ইনডেক্স টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রামানিক (অটোরিক্সা), জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আওয়ামীলীগ নেতা কাজেম উদ্দীন প্রামানিক (দুটি পাতা), আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা (টেলিফোন), আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর (মটর সাইকেল) এবং বিএনপি নেতা মোস্তাকিন হোসেন সরকার (রজনীগন্ধা)।এ ইউনিয়নের ভোটার সংখ্যা ২৪,৭৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২,৩৮৭ জন ও নারী ভোটার ১২,৩৭৭ জন।উল্লেখ্য, ২০২১ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন জামায়াত নেতা ইয়াছিন আলী। তিনি জটিল রোগে আক্রান্ত হয়ে গত বছরের ২১ নভেম্বর মারা যান। এর পর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।