মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চোরাই মদ তৈরির উপকরণ ও ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মায়াদে সাজা প্রদান করা হয়। আটক ব্যক্তিরা হলেন কামারকুরি গ্রামের মানিক হোসেন( ৩০)১০ নম্বর নূরুলাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামের আরিফ হোসেন (২৬) বড়পই গ্রামের আজাহার আলী( ৫০)উজ্জ্বল হোসেন( ৪৯)ও সবুজ হোসেন( ৩০)ও কবুলপুর গ্রামের পলাশ মার্ডি (৩৫)।আটক ব্যক্তিদের দশ মাস করে কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।