মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্ট (বালিকা) অনূর্ধ্ব-১৭ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, উপজেলা নির্বাহী অফিসার, মান্দা, নওগাঁ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯- নওগাঁ-৪ (মান্দা) এস এম ব্রহানী সুলতান মাহমুদ (গামা) এমপি। বিশেষ অতিথি ছিলেন মোঃ তোফাজ্জল হোসেন(তোফা) চেয়ারম্যান, উপজেলা পরিষদ মান্দা, উত্তম কুমার সরকার ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ মান্দা, মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, ৭- নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন, মান্দা থানার উপ-পরিদর্শক (এস আই) ইয়াকুব আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে মাননীয় এমপি মহোদয় মান্দা ইউনিয়ন ও প্রসাদপুর ইউনিয়নের মধ্যেকার উদ্বোধনী খেলা উপভোগ করেন।