নওগাঁর মান্দায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে মান্দা এরিয়া সহকারি পরিচালক মুহাঃ আরিফুজ্জামানের সার্বিক তত্বাবধানে মান্দা পাঁজরভাঙ্গা শাখায় উপকারভোগী সদস্যদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে পাঁজরভাঙ্গা শাখার ভার্ক কার্যালয়ে শীতার্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।এ সময় মান্দা পাঁজরভাঙ্গা শাখার ভার্ক এর ব্যাবস্থাপক মোঃ শামসুজ্জোহার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কশব ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ রমজান আলী, পাঁজরভাঙ্গা পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের ইনচার্জ মোঃ আব্দুল সালামসহ ভার্ক এনজিওর সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।এসময় কম্বল পেয়ে সবার মুখে হাসি খুশি লক্ষ করা যায়।