মান্দায় মাদকাসক্তদের কারণে ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নে বেড়ে গেছে অপরাধ প্রবণতা চুরি এখন নিত্য দিনের ঘটনা
মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় ১১ নাম্বার কালিকাপুর ইউনিয়নে কালিকাপুর গ্রামে মাদকাসক্তদের কারণে বেড়েই চলেছে অপরাধ প্রর্বরতা চুরি এখন নিত্যদিনের ঘটনা
কালিকাপুর গ্রামের জব্বারের ছেলে গোলামের দোকান থেকে ১৭০০০ হাজার টাকার জিনিস চুরি হয়, শুধু তাই নয়, ১৫ দিনের মধ্যে পুকুরের মাছ চুরি দুইটি টিউবল চুরি দুইটি চার্জার গাড়ি চুরি হয়।
কালিকাপুর এলাকায় অপরাধ যেন এখন নিত্যদিনের ঘটনা। রাতের বেলা চুরির পাশাপাশি দিনের বেলায় বাসায় ঢুকে তালা ভেঙ্গে মালামাল নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
এলাকা বাসীর অভিযোগ এলাকায় মাদক কেনাবেচা বেড়ে যাওয়ার পর থেকেই সংগঠিত হচ্ছে এসব অপরাধ।
সজিবুল্লাহ মোড় থেকে শুরু করে মাদ্রাসার মোড় পর্যন্ত মাদকাসক্তাদের আড্ডা রয়েছে। বিভিন্ন সময়ে তারা মূল সড়কে এসে ছিনতাইয়ের চেষ্টা করে।এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে, তাই এসব মাদকাসক্তদের এলাকা থেকে বিতাড়িত করতে না পারলে স্থায়ী সমাধান আসবেনা