Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মান্দায় ১২ বছরেও ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার করা হয়নি মান্দায় ১২ বছরেও ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার করা হয়নি – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মান্দায় ১২ বছরেও ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার করা হয়নি

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

 

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রায় এক যুগ বছর ধরে আত্রাই নদীর ভাঙ্গা বেড়িবাঁধটি সংস্কার না করায় একদিকে যেমন বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় যাতায়াতের সমস্যা এবং অন্যদিকে প্রতি বছর বন্যার সময় পানি ঢুকে চরম দুর্ভোগ পোহাতে হয় শতশত নদী পাড়ের বসবাসকারী মানুষদের । রাস্তাটির মেরামতের জন্য বহুবার প্রশাসনকে জানানো হলেও যেন নজর নেই। এমনটাই অভিযোগ এলাকাবাসীর । জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধটি ২০১২ সালের ভয়াবহ বন্যায় পাঁজরভাঙ্গা খেয়াঘাট থেকে ভাদুর বাড়ি পর্যন্ত বিধ্বস্ত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বিধ্বস্ত হওয়ার প্রায় ১২ বছরেও এটি সংস্কার করা হয়নি। বর্তমানে বাঁধটি দ্রুত মেরামত না করলে বর্ষকালে এসব মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কশব ইউনিয়নের আত্রাই নদীর বেড়িবাঁধটি পাঁজরভাঙ্গা খেয়াঘাট থেকে ভাদুর বাড়ি পর্যন্ত এখনো ভাঙ্গা অবস্থা রয়েছে এবং কোন সংস্কার করা হয়নি। এলাকার উল্লেখযোগ্য স্থান পাঁজরভাঙ্গা বাজার, একটি উচ্চ বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে । এ ছাড়াও রয়েছে রাইচ মিল, স’মিল। এসব স্থানে আসার জন্য বেড়িবাঁধটি ভাঙ্গা থাকার কারনে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করতে পারছে না । ফলে ধান, গম, বিভিন্ন ফসল মাথায় কেউবা কাঁধে করে বহন করছে। এতে অনেক টায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর।নদী পাড়ের নূরুল্যাবাদ গ্রামের বাসিন্দা মোঃ নাসের উদ্দিন কালবেলাকে বলেন, আমরা কি পাপ করেছি। প্রায় ১২ বছর অতিবাহিত হওয়ার পরও বেড়িবাঁধটি এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। সেই সময় থেকে আমাদের অতি দঃখ কষ্টে জীবন যাপন করে বেঁচে থাকতে হচ্ছে। ফলে বাঁধটি সংস্কার করা অতীব জরুরি । এলাকার স্থানীয় ব্যক্তি মোঃ লবির উদ্দিন কালবেলাকে বলেন, বর্ষা এলেই রাস্তার উপর দিয়ে চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ । অন্যদিনে সামান্য বন্যা এলে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়। দীর্ঘদিন পরও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ না নেওয়ায় আমরা খুব দুর্ভোগের শিকার হচ্ছি । পাঁজরভাঙ্গা গ্রামের সচেতন ব্যক্তি মোঃ আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, প্রায় এক যুগ ধরে আত্রাই নদীর বেড়িবাঁধটি মেরামত না করায় এলাকার শতশত মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে আসছে । এটা খুবই দঃখ জনক । তবে রাস্তাটি অবিলম্বে অতিদ্রুত সংস্কার করা না হলে এসময় চরম বিপর্যের সম্মুখীন দেখা দিতে পারে। বাঁধটি সংস্কার করা জন্য ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি । এ ব্যাপারে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফাইজুর রহমান বলেন, মান্দায় আত্রাই নদীর বেড়িবাঁধ গুলো আমাদের পানি উন্নয়নের বোর্ডের আওতায় নয় । বেড়িবাঁধ গুলো অনেক আগে করা হয়েছে । মূলত এই কাজ গুলো সংশ্লিষ্ট উপজেলার পিআইও এবং ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করে থাকে । এ বিষয়ে কশব ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল রহমান কালবেলাকে বলেন, আমাদের কশব ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় রাস্তা গুলো সংস্কারের অভাবে পড়ে আছে । এতে করে চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। অন্যদিকে আমন ধানসহ বিভিন ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে এটি সংস্কার করা হবে । এ বিষয়ে মান্দা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রেজাউল করিম বলেন, কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা এলাকায় আত্রাই নদীর বেড়িবাঁধটি সংস্কার না করায় সামান্য বর্ষা বা বন্যার পানি ঢুকে প্লাবিত হয় । তবে এই ভাঙ্গা বেড়িবাঁধ মেরামতের জন্য মেট্রিসিন করা ব্যাধ্যতামূলক। ফলে অনেকটায় মোটা অংকের বরাদ্দের প্রয়োজন। কিন্তু এ বিষয়ে আমাদের দূর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কোন ধরনের বরাদ্দ পাইনি । ভবিষ্যতে পাবো বলে মনে হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর