মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতে নওগাঁর মান্দায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের চকগৌরি হাই স্কুলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন, ১১ নাম্বার কালিকাপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান , সভায় সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম , আফজাল হোসেন সহ-সভাপতি বিএনপি , মোজাম্মেল হক সাত নম্বর ওয়ার্ডের সভাপতি বিএনপির , মাস্টার শহিদুল্লাহ ,সাইফুল ইসলাম শ্রমিক দলের সভাপতি ১১ নম্বর কালিকাপুর ইউনিয়ন, খালিদ হাসান কানন সহ-সম্পাদক নওগাঁ জেলা ছাত্রদল সহ বিভিন্ন নেতাকর্মী বক্তব্য প্রদান করেন। এ সময় বক্তারা সরকার পতনের পর উপজেলা কালিকাপুর ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বিভিন্ন এলাকায় এক শেণির অতি উৎসাহী লোকজন দোকানপাট ভাংচুর, বাড়ি ঘরে আগুন সহ লুটপাট করছে। এখন থেকে সবাইকে সঙ্ঘবদ্ধ হয়ে এসব কর্মকাণ্ডকে হলে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের চলমান পরিস্থিতিতে আমাদের ইউনিয়নে কোন অস্তিতিশীল পরিস্থিতি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তাদের সর্বাত্মক ভাবে সহযোগিতা সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা ।