শিল্পী আক্তার, জেলা প্রতিনিধি রংপুর
গত ১৩/০১/২০২৪ইং আরপিএমপি কোতয়ালী থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্নশাপলা রোডস্থ হলিক্রিসেন্ট হসপিটলের ২০২নং রুমে প্রসব বেদনা নিয়ে মোছাঃ লাবনী(২২), স্বামী-ওয়াসিম আকরাম, সাং-বুড়ারঘাট, থানা-কোতয়ালী, জেলা-রংপুর ভর্তি হন এবং রাত্রী অনুমান ০১:০০ ঘটিকার সময় উক্ত লাবনী সিজারের মাধ্যমে একটি নবাজাতক শিশুর(ছেলে) জন্ম দেন। ক্লিনিকের বিল পরিশোধে ব্যর্থতার অজুহাত এবং অসহায়ত্বকে কাজে লাগিয়ে উক্ত সদ্যোজাত শিশুকে গত ১৭/০১/২০২৪ খ্রি. সকাল বেলায় প্রসুতি মায়ের অগোচরে উক্ত হাসপাতালের পরিচালক এমএস রহমান রনি তার পূর্ব পরিচিত মোছাঃ জেরিনা আক্তার বিথী ও মোঃ রুবেল হোসেন রতনের নিকট বাদীনির স্বামী মোঃ ওয়াসিম আকরাম এর সহায়তায় ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকায় বিক্রি করে দেন। পরবর্তীতে লাবনী অত্র থানায় অভিযোগ দায়ের করলে কোতয়ালী থানা পুলিশ দীর্ঘ অভিযান পরিচালনা করে গতকাল ২১/০১/২০২৪ইং পীরজাবাদ এলাকা হতে নবজাতক শিশু(ছেলে) কে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত ১। মোঃ রুবেল হোসেন রতন(৩০) পিতা-সামসুল ইসলাম, মাতা-রোকেয়া বেগম, সাং-মধ্য পীরজাবাদ ২। এমএস রহমান রনি(৫৮) পিতা-মৃত নজির উদ্দিন সরকার, মাতা-মৃত হাসিতন নেছা, সাং-কামারপাড়া বাবুখাঁ, ৩। মোছাঃ জেরিনা আক্তার বিথী(৩০), স্বামী-মোঃ রুবেল হোসেন রতন, সাং-মধ্য পীরজাবাদ, সকলের থানা-কোতয়ালী, মহানগর রংপুর দেরকে আটক করা হয়। এই বিষয়ে লাবণী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু প্রক্রিয়াধীন