Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় জড়িত চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১ মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় জড়িত চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১ – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় জড়িত চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় জড়িত চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় জনৈক মেহেদী হাসান (৪০), পিতামৃত- আঃ মালেক, সাং- তেঘরিয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর থানায় লিখিতভাবে জানান যে, তার মামা সাইদ হোসেন মালয়েশিয়া প্রবাসী। তার মামী তেঘরিয়া নতুনহাট বাজারে মার্কেট নির্মান করাকালীন ইং-২১/১১/২৩ তারিখ রাত অনুমান ১১:৩০ ঘটিকায় জনৈক চাঁদাবাজ আলামিন সরদার গোলাপ তার ব্যবহৃত Golap Sordar নামের ইমো আইডি হতে তার মামা মালয়েশিয়া প্রবাসী সাইদ হোসেন কে কল দিয়ে মার্কেট নির্মান করতে হলে তাকে ৫,০০,০০০/= টাকা দিতে হবে মর্মে চাঁদা দাবি করে। পরবর্তীতে পুনরায় ২২/১১/২৩ তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় বাদীর মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর হতে চাঁদা দাবীপূর্বক খুন জখমের হুমকী প্রদান করে। এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৭৬, তাং- ২৬/১১/২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই খান মাইদুল ইসলাম রাজিব তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং অবস্থান নিশ্চিত করে ইং-২৭/১১/২৩ তারিখ সকাল ০৯:০০ ঘটিকায় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী (১) আলামিন সরদার গোলাপ (২৯)’কে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট হতে গ্রেফতার করেন।

আসামীর তথ্যঃ
(১) আলামিন সরদার গোলাপ (২৯), পিতা- মকবুল সরদার, সাং- সুজালপুর জামতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। চাঁদা দাবির ঘটনায় ব্যবহৃত মোবাইল সেট-০২ টা।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর