মেঃ ফিরু মিয়া, উপজেলা প্রতিনিধি মিঠাপুকুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -৫ (মিঠাপুকুর ) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের পক্ষে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের পরিষদে তেতুলিয়া স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় রাশেক রহমানের পক্ষে ইউনিয়নভিত্তিক এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য এইচ. এন.আশিকুর রহমান, বিশেষ অতিথি,আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাশেক রহমান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফসার মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ইমাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার গাঙ্গুলি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মন্ডল, ইউপি সদস্য হারুন মিয়া,ইমাদপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জাবেদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি বেগম,বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মোঃ আকবর আলী । ইউনিয়নের বিভিন্ন স্তরের লোকজনের উপস্থিতিতে বক্তারা সকলেই নৌকার পক্ষে ভোট চেয়েছেন।