রংপুরের মিঠাপুকুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মামুন মিয়া( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মৃত মামুন একই এলাকার শহিদুল ইসলামের ছেলে । স্থানীয়রা জানান,আক্তারুজ্জামান তার বসতবাড়ির পাশে তিনদিন হলো একটি ভেকু ও ৪ টি ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে আসছিলো। পীরগাছা উপজেলার ৮ নং কৈকুরী ইউনিয়নের কুতুববস সুল্লিপাড়া গ্রামের ড্রাইভার সবুজ মিয়া ট্রাক্টরটি ব্যাক করার সময় চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ট্রাক্টরটি চৌধুরানী এলাকার মিলন মিয়ার । পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক্টরের ড্রাইভার সবুজ মিয়া, মালিক মিলন মিয়াও মাটি বিক্রিকারী আখতারুজ্জামান ঘটনার পরে সকলেই পালিয়েছেন। আটকের চেষ্টা চলছে । বৈরাতী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, এ বিষয়ে নিহতের চাঁচা সৈয়দ আলী বাদী হয়ে মামলা করেছেন। যথারীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।