মিঠাপুকুর শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে জিআর চাল বিতরণ
মিঠাপুকুর প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সনাতন ধর্মাবলীদের শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে ১৪৬টি মন্দিরে জিআর প্রকল্পের আওতায় ৫০০ কেজি করে চাল বিতরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও অধিদপ্তরের সহযোগিতায় চাল বিতরণ করা হয়। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের সভাপতিত্বে বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপকমিটির সদস্য রাশেক রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার,চেংমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির টুটুল, বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান মঞ্জুসহ প্রমূখ।
এ সময় রানীপুকুর,বড়বালা ও ইমাদপুর ইউনিয়নে দূর্গা মন্দিরে সিনি ক্যামেরা বিতরণ করা হয়।