Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 মেহেরপুরের আমঝুপিতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরিমেহেরপুরের আমঝুপিতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি – নারী জাগ্রত
মেহেরপুরের আমঝুপিতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি
মেহেরপুর প্রতিনিধি
আপডেট সময় :
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
৯৭
বার পঠিত
মেহেরপুরের আমঝুপিতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে রাতের আঁধারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে জামিনি কর্মকারের ছেলে রুস্তম কুমারের পুরাতন ভাড়া বাড়ির তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে রুস্তম কুমার আমঝুপি ইউনিয়ন পরিষদের পশ্চিম দিকে একটি ভাড়া বাসায় থাকত। সম্প্রতি পূজা তলায় নতুন বাড়ি নির্মাণ করে সেখানে মালামাল স্থানান্তর করছিলেন। রাতে চোরেরা জনশূন্য ঘরের তালা ভেঙে কাঁসা ও পিতলের সামগ্রীসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে রুস্তম কুমার অভিযোগ করেছেন। তবে এ ব্যাপারে তিনি এখন পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ করেননি।