মোঃ মুনছুর হেলাল, নিজস্ব প্রতিবেদক
র্যাবের হাতে গ্রেপ্তার সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী মোঃ লাবু তালুকদার । মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর সদস্যরা । সোমবার দুপুরে মৌলভীবাজার সদর থানা এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল জানান, সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তাঁর স্বামী মৌলভীবাজারে একটি বাসায় আত্মগোপনে আছেন এমন খবরে অভিযান চালায় র্যাব-৯ এর একটি বিশেষ দল । এই সময় মৌলভীবাজার থানা সদর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গত ৫ আগস্টের পর তাঁরা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন । সর্বশেষ পরিস্থিতিতে তাঁরা মৌলভীবাজারে অবস্থান করেন । তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব ।