মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের সৌজন্যে ৪ শত পথচারী সুবিধা বঞ্চিত গরীব মানুষদের ইফতার বিতরণ।
বিজয় সাহা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
আজ ৭ এপ্রিল রোজ রবিবার মৌলভীবাজার ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার সদর চৌমুহনী হইতে সরকারি কলেজ গেইট পর্যন্ত প্রায় চার শতাধিক গরীব, দুঃখী, অসহায়, সুবিধা বঞ্চিত পথচলা শিশুদের মধ্যে ইফতার বিতরন করেন । ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর দে, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রণব ধর, অনিক দে, প্রতিক ধর, অনিক ধর, শান্ত, সোবেল, পলাশ, জনি, অনিক, প্রীতম, নয়ন, স্বাধীন, সুফিয়ান, শরীফ, সায়েম, অনিক (২) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রমূখ । সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস থেকে আমাদের এ আয়োজন। মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন আগামীতে আমাদের এ আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করবো ।