মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার (২১ মে) মিঠাপুকুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, মিঠাপুকুরে নতুন মুখ হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা মোঃ কামরুজ্জামান কামরু ।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত মিঠাপুকুর উপজেলায় ভোটগ্রহণ চলে । পরে রাত সাড়ে ৯ টার দিকে নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন ।
বেসরকারি ফলাফল অনুযায়ী, অন্যদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক যুবলীগ নেতা কামরুজ্জামান কামরু হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন । তিনি ভোট পেয়েছেন ৭০ হাজার ৮৪১ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪৬ হাজার ৬৪৮ ভোট । মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন ।