রংপুরে অপহরণ সিন্ডিকেট দলের সদস্য কলেজ ছাত্রী মারিয়া চৌধুরী সহ পাঁচজন গ্রেফতার
শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
সিঙ্গার রংপুর ব্যাজের এরিয়া ম্যানেজার মোঃ শাম্স আল -আরেফিন ওরফে হাদী (৪৩) এর সাথে ফেসবুক ম্যাসেন্ঞ্জারে পরিচয় হয় কলেজ ছাত্রী মোছাঃ মাবিয়া চৌধুরীর বিগত২/৩ মাস পূর্বে পরিচয়ের প্রথম দিকে উক্ত ম্যানজার হাদী মারিয়া চৌধুরীকে সাক্ষাতের জন্য রংপুর মহানগরীর ডিসির মোর নামক স্থানে আসতে বলে । হাদি তার প্রতিষ্ঠানের ব্যবহৃত সাদা রংয়ের টয়োটা করলা ঢাকা মেট্রো-গ-২৮৭২১১ নং গাড়ি নিয়ে উল্লেখিত স্থানে আসলে মারিয়াকে জাহাঙ্গীর(২০) নামে অপর এক প্রেমিক সহ দেখে। হাদী তাৎক্ষণিক ঘটনা স্থল থেকে সরে পরে । ফেসবুক মেসেঞ্জারে হাদী এবং মারিয়ার ভালবাসা চলমান। ঘটনাক্রমে গত২৩ এপ্রিল/২৪ইং ম্যানেজার হাদী মারিয়ার সাথে দেখা করতে রংপুর মহানগরীর কেরানি পাড়া মোর আইডিয়াল স্কুলের সামনে আসে । পুর্ব পরিকল্পনামতো মারিয়া তার অপর প্রেমিক জাহাঙ্গীর ও তিন সাগরিত মাসুদ রানা,শিহাব এবং তুষার সহ প্রস্তুতি অবস্থায় ছিল। ঘটনা স্থলে উপস্থিত হলে,সিন্ডিকেট সদস্য তুষার তাৎক্ষণিক হাদীর গাড়িটি নিজের আওত্বায় নিয়ে নিজে ড্রাইভ করে শহর থেকে সদর উপজেলার শ্যামপুরে আসে। পথিমধ্যে হাদীর কাছে পাঁচ লাখ টাকার দাবী করে । জীবন বাচাঁনোর তাগিদে হাদী তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এপ্স এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মোবাইলে হস্তান্তর করে । চক্রের সদস্যরা টাকা উত্তোলনের জন্য শ্যামপুর থেকে ছয় কিলোমিটার উত্তরে লাহিড়ী হাট নামক স্থানে আসে।রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ির গতিরোধ করলে হাদী ভীত-সন্ত্রস্ত হয়ে গাড়ী থেকে নেমে পালাতে শুরু করে । স্থানীয় লোকজনের সহযোগিতায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়ীসহ সকলকে আটক করে, রংপুর সদর কোতোয়ালি থানায় সোপর্দ করে । সিঙ্গার রংপুর-এর এরিয়া ম্যানেজার বাদী হয়ে সদর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছে । গাড়ীটি জব্দ তালিকায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে । প্রতারক মোছাঃ মারিয়া চৌধুরী (১৯),রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউপির ঈশ্বরপুর শালমারা গ্রামের আক্তারুল ইসলাম চৌধুরীর কলেজ পরুয়া মেয়ে । মারিয়ার প্রেমিক জাহাঙ্গীর ও তার সহযোগী সকলেই রংপুর মহানগরীর সাতগারা মিস্তিরি পাড়া ও গনেশপুরের বাসিন্দা। ফেসবুক বন্ধু ম্যানেজার মোঃ শামস্ আল-আরেফিন হাদী বসবাস করেন রংপুর মহানগরীর ধাপ জেল রোডের একটি ভাড়া বাড়িতে । সে নীলফামারীর কিশোরগন্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।