Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত

শিল্পী আক্তার
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত
শিল্পী আক্তার রংপুরঃ

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-ভিটিসি রংপুরে Youth Vocational Training On Electrical Installation and Maintenance With Solar System for Employment Generation and Poverty Reduction আওতায় LIFE-France এর সহযোগিতায় এবং Poverty Reduction Through Vocational Skill Training and Employment Generation for the Youth of Poor and underprivileged Families’ প্রকল্পের আওতায় ECHO- USA এর প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরন অনুষ্ঠান গত ৩১ডিসেম্বর, রবিবার ইসলামপুর পায়রাবন্দ মিঠাপুকুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর নির্বাহী পরিচালক পাইং শৈউ মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃকপক্ষ (এনএসডিএ) এর সহকারী পরিচালক, মোঃ ফরহাদ হোসেন, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার, (টিভিইটি) মোঃ রফিকুল ইসলাম, বিজিএস-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার রংপুরের উপাধ্যক্ষ, ইঞ্জিঃ মোঃ আবু বক্কর সিদ্দীক।

অষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিএস কারিগরি প্রশিক্ষণ তথা মানবিক মূল্যবোধ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। তিনি সকল প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থানের মাধ্যমে পারিবারিক কাজে সহযোগিতা করা এবং ব্যাক্তিগতভাবে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিজিএস এর সকল উদ্যোগ সরকারের উন্নয়নের সম্পূরক কর্মকান্ড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, বিজিএস কারিগরি প্রতিষ্ঠান হিসাবে জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃকপক্ষ (এনএসডিএ) এর সাথে সংযুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরোও উল্লেখ্য যে, বে-সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্বেও বিজিএস কারিগরি প্রতিষ্ঠান হিসাবে দেশের উন্নয়নে যে ভূমিকা পালন করিতেছে তাহা সত্যিই প্রশংসনীয় ।

অনুষ্ঠানে সভাপতি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪০ জনকেই পহেলা জানুয়ারি ২০২৪ তারিখে কনকা বাংলাদেশ ইন্ডাষ্ট্রিতে চাকুরি প্রদান করা হবে।

সমাপ্তিতে Electrical Installation and Maintenance With Solar System ট্রেডের ২০ জন এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডের ২০ জন মোট ৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলা জার্মান সম্প্রীতি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর