রংপুর মিঠাপুকুরে মাদকসেবী কর্তৃক পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
-
আপডেট সময় :
সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
-
১২২
বার পঠিত
রংপুর মিঠাপুকুরে মাদকসেবী কর্তৃক পায়রাবন্দ ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা।
শিল্পী আক্তার, রংপুর জেলা প্রতিনিধি
মিঠাপুকুর উপজেলায় মাদকসেবী কর্তৃক পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঘাতক মাদকসেবী হারুন (৪৫) কে স্থানীয় জনতা অবরুদ্ধ করে রাখলে মিঠাপুকুর থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যান। ঘটনাস্থলে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, ডি-সার্কেল হাসান ও থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার রাত সাড়ে ৯টায় উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পায়রাবন্দ পুরাতন বাজারে দমদমা-চক্রবাড়ি আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই বিক্ষুব্ধ জনতা মাছের দোকানটি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সরেজমিনে স্থানীয়দের বরাতে জানা যায়- চেয়ারম্যান তার দোকান থেকে বাজার করার জন্য বের হয়ে বাজার করে নিয়ে আসার পথে মাছ ব্যবসায়ী হাকিম আলীর দোকানের মাছ কাটার বটি দিয়ে তার বাম পাশের গলার নিচে ও হাতে কোপ মারেন। ঘাতক হারুন ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে এবং মাছ ব্যবসায়ী হাকিম আলীর ছোট ভাই। জানা যায়- হারুন দীর্ঘদিন ধরে গাঁজাসহ নানাবিধ নেশায় আসক্ত ছিল, পাশাপাশি দীর্ঘদিন ধরে তার বউ ছিল না। বাজারে অনেক রাত একাকিত্ব থেকে মাদক সেবন করে বকবক করছিলেন। তবে কি কারনে চেয়ারম্যানকে কুপিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা এ বিষয়ে নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের বরাতে জানা যায়- চেয়ারম্যানের কাছে কার্ড করে নিতে চেয়েছিলেন এবং তার বউ সংক্রান্ত বিষয় নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছিলেন তার সুরাহা না পাওয়ায় ক্ষোভ থেকে ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেই হারুনের বউ তাকে তালাক দিয়ে চলে যায়। মিঠাপুকুর থানার অফিসার্ ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান- ঘাতক হারুনকে স্থানীয় জনতা সামিয়া ট্রেডার্স এন্ড টেলিকমের দোকানে অবরুদ্ধ করে রাখলে সেখান থেকে তাকে উদ্ধার করে মিঠাপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার সূত্রপাত ও কারন জানার জন্য এখনো তদন্ত কাজ চলমান রয়েছে। উল্লেখ্য,স্থানীয় বাজারে মেসার্স মডেল মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী মাহবুবার রহমান ছিলেন পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পায়রাবন্দ পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি । গত ২০২২ সালের ৭ই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
Please Share This Post in Your Social Media
এই জাতীয় আরও খবর