শিল্পী আক্তার,জেলা প্রতিনিধি রংপুর
ট্রাকের ধাক্কায় ডুবলো নৌকা
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকার এক লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের রাশেক রহমান পেয়েছেন ৭৪ হাজার ৫৯০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।
এ আসনে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৩৩৫ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ২১ হাজার ৯৮৪ জন, পুরুষ দুই লাখ ১৮ হাজার ৩৪৭ এবং তৃতীয় লিঙ্গের চারজন।
স্বতন্ত্র-প্রার্থী আওয়ামী-লীগ নির্বাচন রংপুর।