রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোডাউন।
অভয়নগর প্রতিনিধিঃ ১৩ তারিখ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রবিন অধিকারী ব্যাচার নেতৃত্বে অভয়নগরে আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা নওয়াপাড়া স্টেশন বাজার থেকে শত শত মোটরসাইকেল বহরে জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিল বের হয়। এসময় ১২ নং বিছালী ইউনিয়নের আওয়ামী লীগ এর মনোনীত সাবেক চেয়ারম্যান এস এম আনিসুল ইসলাম রবিন অধিকারি ব্যাচার ডাকে সাড়া দিয়ে একাত্ব প্রকাশ করে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন ও প্রতিবাদ মিছিলে অংশ নেয়।উপজেলা আওয়ামী লীগের সদস্য মোল্লা সাইদ আলম বাচ্চুর সঞ্চালনায়,পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজঘাট শিল্প অঞ্চল শ্রমিকলীগের সাধারণ সম্পাদক, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান,সাবেক ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ,আওয়ামীলীগ নেতা আমির গোলদার, রশিদ বেপারী, যুবলীগ নেতা হাসান আলী গাজী,বিল্লাল আহমেদ বাবু,এসময় আনন্দ মিছিল ও জামায়াত বিএনপির অবরোধ বিরোধী প্রতিবাদ মিছিলটি নওয়াপাড়া থেকে শুরু করে রাজঘাট হয়ে আলীপুর প্রদক্ষিণ করে।পরে আবার নওয়াপাড়া স্টেশন বাজার এসে শেষ হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য,এস এম আনিসুল ইসলাম বলেন,আমরাও প্রস্তুত আছি রাজ পথে।বাংলাদেশ আওয়ামীলীগ কোন দূর্বল দল নয়।জামাত বিএনপি কোন রকম নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা রুখে দেওয়া হবে। তাদের কে কঠোর হাতে দমন করা হবে বলে তিনি জানান।
রবিন অধিকারী ব্যাচা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের অরাজকতা,নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী মাঠে থাকবে।