মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
২১ শে মে রাজশাহীর বাগমারায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । এডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম (শহীদ) ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কহিনুর বানু । বুধবার সকাল ১০ ঘটিকার সময় ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে হল রুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাগমারা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় স্বাগত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু বলেন, আজ আমি অনেক আনন্দিত বাগমারায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে নির্বাচিত করার জন্য অনেক কষ্ট করেছেন । আমি তাদের কাছে চির কৃতজ্ঞ । এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা খতেজান বেগম, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা সুলতানা ইয়াসমিন,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদিকা পারভিন আক্তার ।ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পলি খাতুন ও সাধারণ সম্পাদিকা মর্জিনা আক্তার, ভবানীগঞ্জ পৌর মহিলা যুবলীগের সভাপতি পারুল আক্তার, গোবিন্দপাড়া ইউনিয়নের যুব মহিলা লীগের সভাপতি জুলেখা রহমান ও সাধারণ সম্পাদিকা তাহমিনা আক্তার, গোবিন্দপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বিবি অসাধারণ সম্পাদিকা অনিমা রানী।