মোঃ মিঠু সরকার, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা শুভডাঙ্গা ইউনিয়নের বুজরুত কৌড় গ্রামে পান বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন কৃষকের ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। সমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা বুজরুত কৌড় গ্রামে দুপুর ১২ টার দিকে বুজরুত কৌড় গ্রামের সাহাজান আলী তার নিজ বাড়ী হতে পান বরজের উপর দিয়ে বিদ্যুতের লুজ তারের মাধ্যমে প্রায় হাপ কিলোমিটার দুরে পানি সেচ কাজে ব্যাবহার করছেন। হঠাৎ সেই তার ছিড়ে নীচে পান বরজে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।সেখান থেকে আগুনের কুন্ডুলী পান বরজে পড়লে সেখানে আগুন ধরে যায়। এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।বুজরুত কৌড় গ্রামের রমজান আলী, হারেজ আলী ও গোলাম হোসেন। বলেন বিদ্যুতের তারের ফল্ট থেকে আগুনটি ধরেছে। পান বরজের মালিক মোঃ রমজান আলী, হারেজ আলী ও গোলাম হোসেন জানান, অগ্নিকাণ্ডে তাদের ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হতো । কিন্তু আগুন নিভানোর কারণে আংশিক ক্ষতি সাধিত হয়েছে ।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগমারার হাটগাঙ্গোপাড়া জোনের এজিএম রুহুল আলামিন বলেন, খবর পেয়ে তিনি ওই লাইনের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছেন। সেখানে পল্লী বিদ্যুতের একটি দলকে পাঠানো হয়েছে।