রেজাউল করিম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী ইউনিয়ন এর গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনদের বরন এবং ২০২৪ ইং সালের এস,এস,সি পরীক্ষায় অংশ গ্রহনকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জানা যায় গত ৭-২-২০২৪ ইং বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলী খান এর উপস্থিতিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান সেখ এর সার্বিক ব্যবস্থাপনায় ও বিদ্যালয়ের শিক্ষক বকুল এর সঞ্চালনায় এই বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পর্ন হয়েছে।উক্ত অনুষ্ঠানে কোরান তেলওয়াত, প্রধান শিক্ষক এর শুভেচ্ছা বক্তব্য, মাল্যদান,বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্য মানপত্র পাঠ,দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সচেতন ছাত্রী অভিভাবক ও রাজনৈতিক দলের নেতা কর্মি এবং বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন, মোঃ মতিয়ার রহমান, মোঃ তোতা এছাড়াও বিদ্যালয়ের সকল শ্রেনীর ছাত্রীগন উপস্থিত ছিলেন।