নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সড়াই হাজীপুর গ্রামের সরকারী রাস্তা কেটে নিয়ে গেছে সড়াই হাজীপুর গ্রামের আব্দুর রাশিদ খাঁনের ছেলে রেজাউল করিম ও লিটন খাঁন । রাতের অন্ধকারে বেকু দিয়ে সরকারী রাস্তা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরিজমিনে খোঁজ নিয়ে জানা যায় যে, সড়াই হাজীপুর গ্রামের স্থানীয় লোকজনদের সাথে কথা হলে তাঁরা জানান ৬ ই এপ্রিল রাতের অন্ধকারে কোন এক সময় বেকু দিয়ে সরকারী রাস্তা কেটে নিয়ে গেছে স্থানীয় মোঃ আব্দুর রশিদ খাঁনের ছেলে মোঃ রেজাউল খাঁন ও লিটন খাঁন
এতে সাধারণ মানুষ বিপাকে পরেছেন, স্থানীয়রা আরো জানান, ফুলজোর নদীর তীরে একটি সরকারী আশ্রায়ন প্রকল্প রয়েছে প্রায় ১০০ টি পরিবার বসবাস করেন এই প্রকল্পে তাদের এই রাস্তা দিয়ে ভুঁইয়াগাতী বাজারে যাওয়ার এক মাত্র রাস্তা, এই রাস্তাটি কেটে নিয়ে যাওয়ায় আশ্রায়ন প্রকল্পের ১০০ পরিবার বিপাকে পরেছেন । সড়াই হাজীপুর গ্রামেের উজ্জল খাঁনের সাথে কথা হলে তিনি জানান, রাতের অন্ধকারে এ ভাবে সরকারী রাস্তা কেটে নিয়ে গেছে, তাই ভোগান্তিতে পড়তে হয়েছে । তাই তিনি এলাকাবাসীর পক্ষ থেকে দোষীদের আইনের আওতায় এনে দিষ্টান্তমূলক শাস্তির দবি জানিয়েছেন । ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।