নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় সৎ মায়ের বিরুদ্ধে মেয়ে নুসরাত জাহান, নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে । মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ৩ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামে এ ঘটনা ঘটে । লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন । মৃত নুসরাত জাহান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের গীলাতলা গ্রামের মোঃ সজীব কাজীর মেয়ে ।স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গীলাতলা গ্রামের শিশু নুসরাতের বাড়িতে প্রতিদিনের ন্যায় তাকে গোসল করানোর জন্য খুঁজছিলো তার দাদি মোছাঃ পান্না বেগম। পরে তাকে না পেয়ে নুসরাত এর সৎ মা জোবাইদাকে জিজ্ঞেস করলে সে জানায়, নুসরাত ঘরে ঘুমিয়ে আছে । পরে তিনি ঘরে গিয়ে নুসরাতকে ডাকাডাকি করলে কোন সাড়া পাননি । এরপর তিনি নুসরাতকে ঘরে খাঁটের উপর শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করেন কিন্তু তার ডাকে সে সাড়া দেয়নি নুসরাত ।এ সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা এসে নুসরাতকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয় । খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । মৃত নুসরাতের ফুফু মোছাঃ লাবনি আক্তার অভিযোগ করে বলেন, আমার ভাই মোঃ সজিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী জোবাইদা আমার ভাতিজিকে দুই চোঁখে দেখতে পারতো না । আমার ভাতিজি নুসরাতকে জোবাইদা গলা টিপে মেরে ফেলেছে । আমি এ ঘটনার সুষ্টু বিচার চাই । আমি ওই সৎ মায়ের ফাঁসি চাই, এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পিতা মোঃ সজীব কাজী ও তার সৎ মা জোবাইদাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে । এছাড়া লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।