লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন,সাবেক আইজি মুন্সি নজরুল
নাইম টিটো, লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন বীরমুক্তিযোদ্ধা ও সাবেক আইজিআর মুন্সি নজরুল ইসলাম । তিনি রবিবার (১৪ এপ্রিল) বিকালে লোহাগড়ার সিএন্ডবি চৌরাস্তা মোড়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন, আমি দীর্ঘদিন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান ছিলাম । চাকুরী শেষে নাড়ীর টানে লোহাগড়ায়এসেছি আপনাদের সেবা করার জন্য । সেকারনে আমি তৃণমূলে এবং সমাজের দুস্থ অসহায়দের সেবা করার জন্য নির্বাচনে নেমেছি। আমি উপজেলার প্রতি মানুষের ঘরে ঘরে যেয়ে তাদের কথা শুনবো । আমি প্রথম আমার গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে সকলকে সাথে নিয়ে প্রচার প্রচারণায় চালিয়ে যাবো । এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মুন্সি শরিফুল ইসলাম,মল্লিকপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নুরুজ্জামান,বিশিষ্ট সমাজ সেবক মুন্সি গোলাম সারওয়ার, ব্যবসায়ী মোঃ ওলিয়ার রহমান,আব্দুল হান্নান প্রমুখ । পরে তিনি গাড়ীবহর যোগে নিজ গ্রামের বাড়ি পাচুড়িয়া চলে যান ।