দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন তার নির্বাচনি এলাকা শার্শায় নির্বাচনি পথসভা করেছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার পুটখালী ইউনিয়নের দৌলতপুর, পুটখালী, খলশী, রাজাপুর, গ্ৰামে এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, পুটখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদারসহ প্রমুখ।