বিজয় সাহা, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
৬ জানুয়ারি ২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয় হলরুমে, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও মিলন মেলা উদযাপন কমিটির সভাপতি জনাব সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য জনাব রুহেল আহমদ চৌধুরীর পরিচালনায় আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপস্থিত সদস্যদের মতামতের বৃত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছান যে পরবর্তী সময়ে কমিটির সদস্যদের উপস্থিতিতে সুবর্ণজয়ন্তী ও মিলন মেলা উদযাপন কমিটির শূন্য পদ সহ সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে আলোচনার আয়োজন করা হবে। বিদায়ী সদস্য সচিব এর কাছ থেকে কমিটির আহবায়ক জনাব সৈয়দ মুজাম্মিল আলী শরীফ সকল কাগজ পত্র ও হিসাব নিকাশ বুঝে নেন।আলোচনা সভা শেষে বিদায়ী অতিথি কে কমিটির পক্ষ থেকে সম্মাননা কেষ্ট হাতে তুলে দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মতিন খান।