মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি
ছয় দিন পর চালু হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের আইনি কর্মকাণ্ড। এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে তুলেন। শনিবার ১০ আগস্ট রোজ শনিবার দুপুরে থানা’টির পুলিশী কার্যক্রম চালু করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সৈয়ব রেজা আলম সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন আমরা থানার কাজ আজকে প্রতিকীভাবে শুরু করছি,ওসি সাহেব কে পোস্টিং করা হয়েছে, আর বাকি পুলিশ ফোর্স কালকে থেকে চলে আসবে আমাদের এখানে লেফটেন্যান্ট কর্নেল নাহিদ ভাই আছেন উনারা সর্বোচ্চ সহায়তা দিবেন এছাড়া শিক্ষার্থীদের পালাক্রমে সহায়তার মাধ্যমে আজকে প্রতিকীভাবে এবং কালকে পুর্নাঙ্গভাবে কার্যক্রম চালু হবে। এছাড়া এলাকার মানুষের জানমাল রক্ষার্থে পুর্বের ন্যায় সেবা কার্যক্রম চালু হবে। এ সময় থানা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ-উপমহাপরিদর্শক সৈয়ব রেজা আলম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। উল্লেখ্য, চলতি মাসের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে নিহত হন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জসহ ১৩ জন পুলিশ সদস্য ও ৩ জন আন্দোলকারী। জ্বালিয়ে দেওয়া হয় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহন।