বিজয় সাহা, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪২ হাজার ৬৬৯ ভোট। তার প্রতীক ছিল কাপ-পিরিচ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া ভোট পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। প্রেম সাগর হাজরা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১০৩৪ । ভানু লাল রায় ৫ হাজার ৭৯৩ ভোটে পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব এর কনিষ্ঠ ছেলে ও শ্রীমঙ্গল উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন পেয়েছেন ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ ভোট পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজেরা খাতুন ৫০৭৩৩ ভোট নির্বাচিত হয়েছেন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ভোট পেয়েছেন ৩৪৫০১ ও কবিতা দাশ ভোট পেয়েছেন ২৪১৮৮ । বুধবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.আবু তালেব তাদের বিজয়ী ঘোষণা করেন ।