বিশেষ প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ৭ নং শোভনা ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাদুরগাছা শ্মশান মাঠ মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় বাৎসরিক শ্রী শ্রী কালী পূজা উৎযাপিত।
শ্রী রঞ্জন কুমার সরদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রী কানাই লাল তরফদার ও গ্রামবাসী সহ এলাকাবাসীর সার্বিক তত্বাবধায়নে,অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গাজী এজাজ আহমেদ (চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা পরিষদ),জনাব শরীফ আসিফ রহমান ( উপজেলা নির্বাহী কর্মকর্তা),জনাব শেখ কনি মিয়া (অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা),সহ শ্রী সুরন্জিত কুমার বৈদ্য ( চেয়ারম্যান ৭ নং শোভনা ইউনিয়ন পরিষদ)।
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৭ নং শোভনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রী দেবব্রত সরদারের সার্বিক ব্যবস্থাপনায় ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহিলাদের ৮ দলীয় দড়াটান প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকের উপস্থিতে মঠ মন্দির প্রাঙ্গন পূর্ণ হয়েছিলো। দড়াটান খেলায় খোরেরাবাদ মহিলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বৈঠাহারা মহিলা দল। প্রধান অতিথি বিজয়ী দলের মাঝে প্রথম পুরষ্কার ফ্রিজ ও দ্বীতিয় পুরষ্কার এল ই ডি টিভি তুলে দেন। গ্রাম ও এলাকাবাসীর ক্ষুদে শিল্পিদের নিয়ে রাত ৯ ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।