মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পূর্ব আমুট্ট মহল্লার বাসায় রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, চোরেরা বাসার দ্বিতীয় তলার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে দ্বিতীয় তলার তিনটি ও নিচতলার দুটি কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার নিয়ে যায়। সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি বলেন, বর্তমানে আমি ঢাকায় আছি। খোঁজ নিয়ে জানতে পাড়ি আমার বাসায় চুরি হয়েছে। চোরেরা নিচতলা দুটি ও দ্বিতীয় তলার তিনটি কক্ষের আসবাবপত্র তছনছ করে দুই ভরি স্বর্ণলঙ্কার ও ২ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, আমরা ডিবির একটি দল সংসদ সদস্য মাহফুজা সুলতানার বাসা গিয়েছিলাম। চুরি ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। পুলিশ চুরির রহস্য উদঘাটনে তৎপরতা চালাচ্ছে।