মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১২মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এর আয়োজনে । উপজেলা হিসাব রক্ষণ অফিসার জনাব এস,এম সামিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন । অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সিনিয়র সচিব রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আখতারুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মেহেদী হাসান (রিপুল), মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুধীজন সহ প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, (সিএজি) ডিপার্টমেন্ট সকলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যদি তারা বেতন না দেয় তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে, স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট পরিবর্তন অন্যান্য ডিপার্টমেন্টের থেকে এরা অনেকটাই এগিয়ে, স্মার্ট বাংলাদেশের যতগুলো অধিদপ্তর আছে তাদের মধ্যে এই অধিদপ্তর শতভাগ পূর্ণতা দিয়ে কাজ করে যাচ্ছে বলে আমার মনে হয়। কিছু কিছু জায়গায় সমস্যা কিছুটা থাকলেও দেশের অগ্রগতির এই যাত্রায়, আমাদের সবার জায়গা থেকে সঠিকভাবে কার্যক্রম চালালে সবকিছু অনেকটা সহজ হয়ে যাবে । এবং বিভিন্ন বক্তার আলোচনায় উঠে আসে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের নানাবিদ পরিকল্পনা ও সফলভাবে সেবা অনুষ্ঠান পারি দেওয়ার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ।