মোছাঃ সাথী সুলতানা, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জে সুনামধন্য সদর হাসপাতাল রোডে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্টান জুয়েলস অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত পাঁচ আগষ্ট ২০২৪ ইং সন্ত্রাসী হামলায় ব্যাপক ভাংচুর লুটপাট করা হয়েছে। সিরাজগঞ্জের খ্যাতনামা এই প্রতিষ্ঠান থেকে সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গের আশেপাশের জেলা সমূহের শিক্ষার্থীরা স্বল্প খরচে এমন কি প্রচলিত বাংলা মাধ্যমের চেয়েও তুলনামূলক কম খরচে ও লেভেলস এবং এ লেভেলস অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেলে অধ্যয়নের সুযোগ পেয়েছে, এটি সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে স্বীকৃত বিষয়। তাছাড়া জুয়েলস অক্সফোর্ড থেকে প্রায় প্রতি বছরই সংখ্যার হারে তুলনামূলক সর্বোচ্চ এ স্টার অর্জন বা ব্রিটিশ বোর্ডের হাই এচিভমেন্ট অ্যাওয়ার্ড বা জাতীয় পর্যায়ে ডেইলি স্টার অ্যাওয়ার্ড লাভ করেছে। নিম্ন
মধ্যবিত্ত ,মধ্যবিত্ত শ্রেণীর সন্তানদের সম্পূর্ণ বা আংশিক বৃত্তি নিয়ে আমেরিকা ,কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ,হংকং সহ বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সমূহে অধ্যয়নের সুযোগ পেয়ে চলেছে বলে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক মহলের কাছ থেকে জানা গেছে।
এবং এই ভয়াবহ হামলা ও ভাংচুর লুটপাটে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উক্ত প্রতিষ্টানের প্রতিষ্টাতা পরিচালক মোঃ রেজাউল করিম । তিনি আরও বিবৃতি দিয়েছেন যে গত ২০০২ ইং সাল থেকে এই শিক্ষা প্রতিষ্টনটি তিলে তিলে গড়ে তুলে সিরাজগঞ্জের বুকে অনেক সুনাম অর্জন করেছে এবং হাজার হাজার ছাত্র ছাত্রী এখান থেকে ভালো ফলাফল অর্জন করে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত রয়েছে।
এই শিক্ষা প্রতিষ্টাটি একটি সফল মানুষ গড়ার কারখানা এখানে এভাবে ভয়াবহ হামলা ও ভাংচুর লুটপাট করা হবে এটা সিরাজগঞ্জের সচেতন শিক্ষিত সমাজ কখনোই কল্পনা করতে পারে নাই। এই ভয়াবহ হামলায় ক্লাস রুমের গ্লাস, দরজা জানালা ভাংচুর সহ লুটপাট করে নেওয়া হয়েছে স্কুল সনদপত্র, ছাত্র ছাত্রীদের খেলাধুলার সরঞ্জাম, সিসি ক্যামেরা, এসি, ফ্যান, বোড, জেনারেটর, চেয়ার টেবিল, আলমারি, দোলনা, কম্পিউটার, ল্যাপটপ,সহ স্কুলে ব্যাবহারকৃত সব ধরনের আসবাবপত্র। এছাড়া বিদ্যালয়ের নিউ ঢাকা রোডের ক্যাম্পাস প্রতিময় দুর্বৃত্ত আংশিক ভাঙচুর করে তালা লাগিয়ে রেখে বিদ্যালয়ের অধ্যক্ষ পরিচালক কে খুঁজে বেড়াচ্ছে। আমি এবং সিরাজগঞ্জবাসি শিক্ষা প্রতিষ্টানে এই ভয়াবহ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং সঠিক তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ও এই শিক্ষা প্রতিষ্টানটি পুনরায় মেরামত করে ছাত্র ছাত্রীদের লেখা পড়ার ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য প্রসাশনিক ভাবে সার্বিক সহযোগিতা কামনা করছি।