সিরাজগঞ্জে শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের গল্পশুনি চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসএবং গণযোগাযোগ সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে-
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়া হাইস্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) , শিক্ষা আইসিটি রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ভিক্টোরিয়া হাইস্কুলের প্রদান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহাব আলী সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মোহাম্মদ আলী।