সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়নের খাগা গ্রামে কারিগর পাড়া মৃত আবুল সেখের ,ছেলে মোঃ হাকিম ( ৬৪) নামে এক মৃত ব্যক্তির লাশ রতনী বিআরডিসি সেচ পাম্পে সামনে পাকা রাস্তা ঢালে সরিষা ক্ষেত পাওয়া গিয়েছে।বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) সকাল ৬টা সময় তার লাশ দেখতে পেয়ে স্থানিয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন,স্থানীয় সুত্রে জানা যায় তার বাড়ি সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়নের খাগা গ্রামে (খাগা কারিগর পাড়া, তিনি ১০ বছর ধরে রতুনী বিআরডিসি সেচ পাম্পে পাশে একটা ছাপরার ভিতরে থাকতেন। ছাপরাটি ভাঙ্গা থাকার কারণে বাতাস যাওয়া আসা করতো। স্থানীরা আরো বলেন হাকিম আমাদের বলেন একটু সেচ পাম্পে ঘরে থাকতে দিলে ভালো হয়, বেশ কয়েদিন ধরে তিনি সেখানে থাকতেন।আজ সকালে স্থানিয় লোকজন তার লাশ রতুনী সেচ পাম্পে সামনে পাকা রাস্তার ঢালে সরিষা খেতে দেখতে পাই।এই বিষয় সিরাজগঞ্জ সদর থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন লাশটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্য বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হাসপালের পাঠানো হয়েছে,