Warning: Creating default object from empty value in /home/ifaz/narijagrato.com/wp-content/themes/Newsparfect/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার – নারী জাগ্রত
  1. admin@narijagrato.com : admin :
  2. emranhrony@outlook.com : News Editor : News Editor
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৬ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,তাড়াশ উপজেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

সিরাজগঞ্জ র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৬ জন
গ্রেফতার।

 মোঃ শাহাবুদ্দিন সেলিম,তাড়াশ উপজেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলায় ৬ জন আসামিকে সিরাজগঞ্জ র‍্যাব ১২ গ্রেফতার করেন।

২১ নভেম্বর সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-০২, তাং-০২/১১/২০২৩ইং ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) সংক্রান্তে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার সন্দেহভাজন কয়েকজন আসামি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন মহিষপুর বাজার এলাকায় এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আজ দুপুর ২ ঘটিকায় এলাকায় অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী নাশকতামূলক সন্ত্রাসী মামলার আসামি মোঃ দুলাল হোসেন (৫০), পিতা- মৃত- ফজর আলী খান, সাং-বান্ডিলা বাহাদুর, মোঃ আইনুল হক (৫৮), পিতা- মৃত- মফিজ উদ্দিন খান, সাং-চান্দাইকোনা, মোঃ আবু সামা সরকার (৫১), পিতা- মৃত- আমজাদ হোসেন, সাং-রৌদ্দপুর, মোঃ ইমতিয়াজ খোকন (৫৩), পিতা- মৃত-জামশেদ আলী, সাং-বাঁকাই, মোঃ আবুল কালাম আজাদ (৫৩), পিতা- মৃত- আব্দুল মজিদ মুন্সি, সাং-নলছিয়া (কাছারী ডাঙ্গা), মোঃ রাশেদুল হাসান (৪৭), পিতা- মৃত- আবুল হোসেন শেখ, সাং-ভুঁইয়ট নিমগাছি, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় যে, জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ৩১ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘন্টার অবরোধ চলাকালে আসামি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন তবারীপাড়া হাইওয়ে রোডে অবস্থান করে পূর্ব পরিকল্পিত ভাবে মিছিল করে। হাতে লাঠি-সোটা, লোহার রড ও বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল করার লক্ষে ইট, পাটকেল নিক্ষেপ করে এবং ট্রাকে পেট্রোল ছিটিয়ে ১টি গম বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে। উক্ত আসামিগণ বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য সম্পাদনসহ সরকারী কাজে বাধা প্রদান করে।

প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনা সংক্রান্তে অগ্নিদ্বগ্ধ ট্রাকের মালিক মোঃ সাইদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আবুল হোসেন, সাং-শালগ্রাম, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় উপরোল্লেখিত মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর