মেটার আওতাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা গেছে । বিশ্বজুড়েই হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন । এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না । মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এক্স হ্যান্ডলে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে । এদিকে দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার । এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি । এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি । তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন । এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এমন সমস্যার পর এক্স হ্যান্ডলে এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক পোষ্টে জানান, ‘চিল। কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে । এরপর রাত ১০ টা ২৯ মিনিটে জাকারবার্গ সমস্যা সমাধানের কথা জানিয়ে এক্সে পোস্ট করে লেখেন, ‘আমরা সমস্যা খুঁজে পেয়েছি! এটি সমাধান করার জন্য আমাদের কিছু সময় দিন ।