আব্দুল কাইয়ুম নিজেস্ব প্রতিবেদকঃ
গত ৩০.১২.২০২৩ ইং হবীগঞ্জ সদর থানার গোপায়া গ্রামের মোঃ শাহীন মিয়া (২৭), পিতা- মোঃ নূর রহমান গত ৩০..১২.২০২৩ ইং তারিখ দুপুর ১২.৪১ ঘটিকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি অভিযোগকারীকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্টে ২৮,৫০০/- টাকা লেনদেন না করলে তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। অভিযোগকারী সরল বিশ্বাসে তার একাউন্টে ২৮,৫০০/- টাকা জমা করলে অজ্ঞাতনামা ব্যক্তি একাউন্টে থাকা পূর্বের টাকাসহ সর্বমোট ৩৮,৬৯৯/- টাকা প্রতারনা করে নিয়ে যায় । উক্ত অভিযোগকারী থানায় অভিযোগ করল অভিযোগের আলোকে হবীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা হতে ৩৮,০০০ টাকা উদ্ধার করে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন । জনৈক জায়েদা খাতুন(৬৭), পিতা- সুন্দর আলী, গ্রাম নোয়াগাও, হবিগঞ্জ সদর থানা, হবিগঞ্জ জেলা অভিযোগ করেন গত ১৭.০৩.২০২৪ ইং তারিখে বিকাল ০৩.০১ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি অভিযোগকারীকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। সেই একাউন্ট চালু করার জন্য তাকে একটি ওটিপি দিতে হবে এবং ভিকটিম ওটিপি দিলে একাউন্ট থেকে সর্বমোট ৪০,২০৫ টাকা প্রতারনা করে নিয়ে যায় । পরবর্তীতে অভিযোগকারী থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের আলোকে হবীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা হতে ৩৯,৫০০/- টাকা উদ্ধার করে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। প্রতারণার শিকার ব্যক্তিরা হবীগঞ্জ পুলিশ সুপার মহোদয় সহ পুলিশ প্রসাশন সবাইকে কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানান।