হযরত রুস্তম শাহ (রহঃ)’র মাজার স্মরণে বার্ষিক ৯০তম পবিত্র ওরশ ও দোয়া মাহফি
আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে হযরত রুস্তম শাহ্ (রহঃ)’র ৯০ তম বার্ষিক ওরশ মাহফিল আগামি ৩০শে ডিসেম্বর রোজ শনিবার অনুষ্ঠিত হবে। এক দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।
মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, সংক্ষিপ্ত আলোচনা, জিকির-আজকার ও তবরক বিতরণ।
ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকান ও কমিটি সহ উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের খাদেম কিজির আলী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, সিনিয়র সাংবাদিক রাকিল হোসেন , সিনিয়র সাংবাদিক আশাহীদ আলী (আশা),সিনিয়র সাংবাদিক এম, মুজিবুর রহমান, সাংবাদিক আব্দুল কাইয়ুম সাংবাদিক আলী জাবেদ(মান্না), মিজানুর রহমান (ব্যবসায়ী), ইনচব উদ্দিন,সুমন,সাহিন, আলকার, ইমন খান, রপু রাহান, রুমন, জুনেদ মিয়া,রিমন মিয়া, ইমন মিয়া,কয়েস,ভক্ত ও আশিকানসহ উপস্থিত সবাই অভিহিত করছেন বলে কমিটি জানান।