গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলাস্থ হলি আর্ট যুব সংস্থার উদ্যোগে তারুণের ভাবনায় কারিগরি শিক্ষা ও প্লাস্টিক-পলিথিন বর্জন বিষয়ক আলোচনা সভা গত ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
হলি আর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সংস্থার সহ সভাপতি, নারী উদ্যোক্তা-আত্মকর্মী ছালেহা বেগম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারতের আসাম প্রদেশের লোকসাহিত্য গবেষক ও শিক্ষাবিদ ডক্টর তৈয়বুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি, লেখক, লোকসাহিত্যিক কামরুন নাহার চৌধুরী সেফালী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ জসিম উদ্দিন, কবি ফরিদ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক সাকিব আহমদ, অ্যাম্বেসেডর কেশব মিত্র, সামাদ আহমদ, আনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লোকসাহিত্য গবেষক ও শিক্ষাবিদ ডক্টর তৈয়বুর রহমান চৌধুরী বলেন, শিক্ষা জাতি গঠনের হাতিয়ার, জাতিই উন্নয়নের কর্ণধার। বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকে প্রবর্তিত আধুনিকায়ন তত্ত্বকে অনুসরণ করতে গিয়ে বলতে হয়, অন্যসব খাতের মতো শিক্ষা খাতে যথাযথ বিনিয়োগ ও সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে আধুনিকায়নের মাধ্যমে একটি জাতির অগ্রগতি সম্ভব। তিনি বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়।
সভাপতির বক্তব্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ বলেন, একটি জাতির উন্নতি অনেকাংশেই নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। যেই জাতি কারিগরি শিক্ষায় এগিয়ে তারাই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। কারিগরি শিক্ষায় পিছিয়ে থেকে একটি জাতি কখনোই উন্নতির চূড়ায় আরোহণ করতে পারে না। তিনি বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়নের জন্য এবং শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য শিক্ষা কমিশন নতুন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করে দেশেকে এগিয়ে নিয়ে যাবেন। বিজ্ঞপ্তি