“১০ বছরে প্রদর্পণ করলো সি,কে,এইচ ক্লাব”
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের,সিরাজদিখান উপজেলায়,
আজ,সি,কে,এইচ ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি, জনাব লুৎফর রহমান,সভাপতি,হাজিগাও কাজিশাল মাদ্রাসা,বিশেষ অতিথি, জনাব মোঃহুমায়ন মোল্লা,প্রতিষ্ঠাতা কাজীশাল হাজীগাও মোঃহুমায়ন মোল্লাহ উচ্চ বিদ্যালয় এবং জনাব মোঃনজরুল ইসলাম,ইউপি সদস্য ৮নং ওয়ার্ড,কেয়াইন ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃরনি ইসলাম লিমন,এবং পরিচালনা করেন জাহিদ ইসলাম শাওন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়,তাতে ১০০ টি গাছ লাগানো হয়।তাছাড়া ক্লাবের পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়,এর ফাইনাল ম্যাচ এর পুরুষ্কার বিতরন করা হয়,এবং কেক কেটে দোয়া অনুষ্ঠান করা হয়।
সি,কে,এইচ ক্লাব,গত ১০ বছর থেকে, রাস্তা পূর্ণনির্মাণ,গরিব দুঃখী মানুষের মাঝে ত্রান বিতরণ,ঈদ উপহার বিতরণ,কন্যাদান,গরিব স্কুল কলেজের ছাত্রছাত্রীদের টিউশন ফি প্রধান,এতিম বাচ্চাদের পাশে থাকা,ইত্যাদি কাজ করে যাচ্ছে । মাঝের উন্নতি সি,কে,এইচ এর মূলনীতি, ও স্লোগান এর মধ্য দিয়ে,সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে । বর্তমান ক্লাবের সদস্য সংখ্যা ৭০ জন প্রায়।এবং ক্লাবটি উপজেলা, সমাজ সেবা অধিদপ্তর থেকে, সরকারি রেজিষ্ট্রেশন এর জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে,