নড়াইলে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান এর
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এম,মাহমুদুল হাসান(নিপুন)
নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান নড়াইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।২৫শে নভেম্বর(শনিবার) নড়াইল জেলা পুলিশের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান উপস্থিত সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত হন।এরপর সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপারকে নড়াইল জেলায় যোগদান করায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,সাংবাদিক ও আমরা একত্রে কাজ করবো। আপনারা অগ্রীম তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আমরা আমাদের যে কোন অর্জন,ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন,অবৈধ মাদকদ্রব্য,অস্ত্রসহ যে কোন উদ্ধার,আসামি গ্রেফতার ইত্যাদি বিষয়ে যথাসময়ে আপনাদের অবগত করবো।
পরিশেষে নড়াইল জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার(পদোন্নতিপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ।তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।